ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার মগরখালী গ্রামে স্থানীয় ইউপি সদস্য লালচান মেম্বারের কাছে চাঁদার টাকা না পেয়ে তার বাড়িতে হামলা চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের কামরুল ও জাফর বিশ্বাস দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে সরদার পাড়া এলাকার সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে আসছিল। সর্বশেষ ওই এলাকার বাসিন্দা লালচান মেম্বারের কাছে এক লাখ টাকা চাঁদা দাবী করে। পরবর্তীতে দাবীকৃত টাকা না পেয়ে লালচান মেম্বারের বাড়িতে হামলা চালায়।

ওই এলাকার সিনিয়র সিটিজেন মঙ্গল বিশ্বাস জানান, গতকাল রাতে আমার ছেলে খায়রুলের উপর হামলা করতে আসে তারা। ছেলেকে না পেয়ে আমার উপর হামলা করে কামরুল ও জাফর বিশ্বাস।পরে আমাদের পাড়ার লোকজন উত্তেজিত হয়ে কামরুল ও জাফর বিশ্বাসকে প্রতিহত করার চেষ্টা করে। আমরা এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, আমি শুনেছি ওই এলাকায় সামজিক আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(একে/এএস/অক্টোবর ১৯, ২০২২)