গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে শিশু অপহরণকালে আল মামুন সরদার (১৮) নামে এক অপহরনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় অপহিৃতা শিশু লামিয়াকে উদ্ধার করা হয়। রবিবার রাতে গোপালগঞ্জ সদর উপজেরার ভেন্নাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ৩/৪ দিন আগে অপহরনকারী আল-মামুন সদর উপজেলার দক্ষিন ভেন্নাবাড়ি গ্রামের ওহিদ মোল্যার জমিতে ধানকাটার কাজ নেয়। রোববার সন্ধ্যায় বাড়ির পাশ থেকে শিশু লামিয়ার মুখ গামছা দিয়ে বেঁধে অপহান করার চেষ্ঠা করা হয়। এসময় লামিয়া গামছা সরিয়ে চিৎকার দিলে স্থানীয়রা ধাওয়া করে অপহরনকারী আল-মামুনকে আটক ও লামিয়াকে উদ্ধার করে। পরে রাতে স্থানীয়রা তাকে গোপালগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।

এ ঘটনায় আজ সোমবার গোপালগঞ্জ থানায় আল মামুনকে আসামী করে একটি অপহরন মামলা দায়ের করা হয়েছে।

অপহরনকারী আল-মামুন পুলিশকে জানিয়েছে, এ পর্যন্ত সে ৪ টি শিশুকে অপহরন করেছে। এসকল শিশুকে ভারতে পাচার করা হয়েছে বলেও সে স্বীকার করে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্যা জানান, অপহরনকারী চক্রের অন্য সদস্যদের ধরতে পুলিশী অভিযান চলছে।

(এমএইচএম/এটি/এপ্রিল ২৮, ২০১৪)