রাজন্য রুহানি, জামালপুর : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ ওয়ারেছ আলী মামুন বলেছেন, বিএনপির নেতাকর্মীদেরকে নির্যাতন এবং গুলি করে হত্যা করলেও আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না। সরকার বিএনপির আন্দোলনকে ভয় পায় বলেই এখন ধরপাকড়সহ নেতাকর্মীদের ওপর পুলিশি নির্যাতন নেমে এসেছে। তবুও সরকার পতনের আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না।

তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের এদেশে বাঁচার একটিমাত্র উপায় আছে, তজবি নিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। তা নাহলে সাধারণ জনগণের যে জোয়ার উঠেছে তাতে আপনারা হয়তো আর পালানোর পথ খুঁজে পাবেন না।

সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে জামালপুর জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে শফিমিয়ার বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান বিপ্লব, কাজী মসিউর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাজ্জাদ হোসেন পল্টন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবাহান ও শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

(আরআর/এসপি/অক্টোবর ২০, ২০২২)