রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে টিকিট কালোবাজারির দায়ে তিন যুবকের মধ্যে দুই জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বর্ধিত দণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

দণ্ডিতরা হলো পৌর শহরের বন্দেরবাড়ি এলাকার কামরুল হাসানের ছেলে মো. হালিম (৩৫), একই এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে মো. সুমন (২৫) ও শাহাপুর এলাকার মৃত সোলায়মান হোসেনের ছেলে মো. শাওন (২৭)।

গতকাল বুধবার (১৯ অক্টোবর) রাতে জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় তাদেরকে এ সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার ইতি।

তথ্য নিশ্চিত করে জামালপুর র‍্যাব-১৪'র কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় কালোবাজারে টিকিট বিক্রি করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন ট্রেনের ২৩টি আসন সম্বলিত ১৩টি টিকেটসহ তিনজনকে আটক করে র‍্যাব সদস্যরা। পরে রাতে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত।

(আরআর/এসপি/অক্টোবর ২০, ২০২২)