কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরে কলাতলীর উত্তরণ আবাসিক এলাকায় সোমবার ভোর ৫ টার দিকে চকরিয়া থানার পুলিশের সঙ্গে ইয়াবা ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।

এতে চকরিয়ার থানার কনষ্টেবল মোহাম্মদ হোছাইন, মোহাম্মদ সেলিম ও জানে আলম। এসময় গুলিবিদ্ধ হয়েছেন ইয়াবা ব্যবসায়ী মোস্তাক আহমদ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশিয় তৈরি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ ও ব্যবহৃত একটি গুলির খোসা।

এতে আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাসির উদ্দীন জানান, রোববার বরফবোঝাই ট্রাকে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রামের উদ্দেশ্যে পাচারের সময় চকরিয়ার নলবিলা ফরেস্ট স্টেশন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সাড়ে ৪ হাজার ইয়াবা ও নগদ টাকা এবং ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ট্রাক ও নেয়া গাড়িসহ তিনজনকে আটক করে পুলিশ।

এরা হল, কক্সবাজার পৌরসভার কলাতলী এলাকার মো. ফজলুল হকের ছেলে মোস্তাক আহমদও (৩২) ছিল।

রবিবার পুলিশের জিজ্ঞাসাবাদে মোস্তাক আহমদ স্বীকার করে তার হেফাজতে বিপুল পরিমাণ ইয়াবা ছাড়াও অবৈধ অস্ত্র মজুদ রয়েছে। এরপর সোমবার ভোরে মোস্তাক আহমদকে নিয়ে কক্সবাজার শহরের উত্তরণ আবাসিক এলাকায় যায় চকরিয়া থানার একদল পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে মোস্তাক আহমদের সশস্ত্র লোকজন বন্দুকযুদ্ধে লিপ্ত হয় পুলিশের সঙ্গে। পুলিশের পক্ষে অন্তত ১০ রাউন্ড এবং ইয়াবা ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে অন্তত ১৫ রাউন্ড গুলি ছুঁড়ে। এতে পুলিশের ৩ কনষ্টেবল আহত হয়। গুলিবিদ্ধ হয় ইয়াবা ব্যবসায়ী মোস্তাক আহমদ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মোস্তাক আহমদসহ সঙ্গীয় ৫ জনের নাম উল্লেখসহ ১২ জনের বিরুদ্ধে পুলিশ এসল্ট ও অস্ত্র আইনে কক্সবাজার সদর থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে।

প্রসঙ্গত, গত এক মাসে কক্সবাজারে ইয়াবা বিরোধী বিশেষ অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে ৬ জন ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে ৮ জন আহত হয়েছে। এর মধ্যে গত ১৮ মার্চ একজন আহত, ২০ মার্চ একজন নিহত, ১০ এপ্রিল, ১৬ এপ্রিল ও ১৯ এপ্রিল আহত হয়েছে একজন করে, ২৫ এপ্রিল কোস্টগার্ডের সঙ্গে বন্দুক যুদ্ধে মারা গেছে ৩ জন, গুলিবিদ্ধ হয়েছে একজন, ২৭ এপ্রিল বন্দুক যুদ্ধে মারা গেছে ২ জন। এসময় পুলিশ, বিজিবি ও র‌্যাবের সদস্যরাও আহত হয়। এছাড়া এ মাসে উদ্ধার হয়েছে প্রায় ৩ লাখ ইয়াবা।

(টিটি/এটি/এপ্রিল ২৮, ২০১৪)