একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ (৭০) এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি উপজেলার বহরপুর ইউনিয়নের মাতলাখালী গ্রামের নজর আলী বিশ্বাসের ছেলে। 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার উপস্থিতিতে গার্ড অব অর্নার প্রদান করা হয়।

এ সময় বহরপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, মুক্তিযোদ্ধাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ
উপস্থিত ছিলেন।

জানাজা শেষে উপজেলার বহরপুর ইউনিয়নের মাতলাখালী ঈদগাহ ময়দানে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হয়।

তিনি দীর্ঘ দিন ধরে নানাবিধ রোগে ভূগছিলেন। ১৯ অক্টোবর সন্ধ্যা ৭ টার দিকে নিজ বাড়ীতে মৃত্যূ বরণ করেন। মৃত্যুকালে তিনি পরিবার পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

(একেএমজি/এসপি/অক্টোবর ২০, ২০২২)