নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে নারী ঘঠিত বিষয় নিয়ে সালিশ বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। সোমবার দুপুরে লালপুর উপজেলার বিলমারিয়া ইউনিয়নের মহরকয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে  ১২ জনকে উপজেলা স্বাস্ব্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,লালপুর উপজেলার মহরকয়া গ্রামে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক ইউসুফ আলীর বিরুদ্ধে নারী সংক্রান্ত বিষয়ে অভিযোগ ওঠে। এনিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে গ্রাম প্রধান সহ বিশিষ্টজনরা সোমবার দুপুরে এবিষয়ে একটি শালিস বৈঠক ডাকে।

সালিশ বৈঠক চলাকালে গ্রামের দু’টি পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে ইউনুস (৪০),শাজাহান (৩৬),সুজন )(২২),সানারুল(৩২) ,রুস্তম আলী (৩৫),জাহাঙ্গীর (৩০) ,ইছাহাক (৬০) ,শফিকুল (৪০), হাবিল (৪০) ,রবি (৩২),সিদ্দিকুর রহমান (৪০) ও স্বপনকে (৩০) উপজেলা স্বাস্ব্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

লালপুর থানার ওসি আব্দুল হাই তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

(এমআর/এএস/অক্টোবর ১৩, ২০১৪)