শাহনাজ পারভীন, বকশিগঞ্জ : ঐতিহাসিক মুক্তিযুদ্ধের ১১নং সেক্টর ধানুয়া কামালপুর মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শন করেছেন সাবেক মূখ্য সমন্বয়ক (এসডিজি) ও মূখ্য সচিব মোঃ আবুল কালাম আজাদ। 

আজ শুক্রবার ১১নং সেক্টর ধানুয়া কামালপুর মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান সমূহ পরিদর্শন করেন বাংলাদেশ স্কাউটস এর সভাপতি ও গ্লোবাল কমিশন অন বায়োডাইভারসিটিজ এর কমিশনার এবং সাবেক মূখ্য সমন্বয়ক (এসডিজি) ও মূখ্য সচিব মোঃ আবুল কালাম আজাদ।

এসময় শহিদ ক্যাপ্টেন সালাহউদ্দিন মমতাজ সহ সকল বীর শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করেন। এছাড়াও জেলা পরিষদ ডাকবাংলো স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন সাবেক মূখ্য সমন্বয়ক (এসডিজি) ও মূখ্য সচিব মোঃ আবুল কালাম আজাদ।

সফরসঙ্গী হিসেবে ছিলেন বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা, বীর মুক্তিযোদ্ধা বশির আহমেদ বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ তরিকুল ইসলাম, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান লাকপতি।

(এসপি/এসপি/অক্টোবর ২১, ২০২২)