ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামীসহ দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই কারাদণ্ডের আদেশ দেন। এ সময় প্রত্যেক আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আসামিরা হলেন- হত্যাকাণ্ডের শিকার নারীর স্বামী শহিদুল ইসলাম ও সতিন রহিমা খাতুন পান্না। এদের মধ্যে রহিমা খাতুন পলাতক রয়েছেন। শহিদুল ইসলাম জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার মহিতুর পশ্চিমপাড়া গ্রামের নাসিরুদ্দীন প্রামানিকের ছেলে। তিনি ঝিনাইদহ শহরের পাগলাকানাই উপ-শহর পাড়ায় বসবাস করেন। রহিমা খাতুন সদর উপজেলার রতনপুর সোনারদাইড় এলাকার জহুরুল ইসলামের মেয়ে।

জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকার পক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাড. বজলুর রহমান জানান, আসামিরা সম্পর্কে স্বামী স্ত্রী। আসামি শহিদুল ইসলাম দ্বিতীয় স্ত্রীর সহযোগিতায় ২০১৬ সালে প্রথম স্ত্রী নুরুন নাহারকে হত্যা করেন।

(একে/এসপি/অক্টোবর ২৪, ২০২২)