ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : নীলফামারীতে ইসলামী ছাত্র আন্দোলনের ইউনিয়ন ও ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চরমোনাই পীর মুফতি ফয়জুল করিম। 

ফয়জুল করিমবলেন, আজকে দেশে সবকিছুর দাম দিন দিন বাড়ছে। এটা জনগণ আর মানতে পারে না। সরকার কোন ব্যবসায়ী প্রতিষ্ঠান নয়। জনগণের সেবা করার জন্যই সরকারকে প্রতিষ্ঠা করা হয়। এই সরকারের জনগণের প্রতি কোন দায় দায়িত্ব নেই। কারণ জনগণের ভোট নিয়ে এই সরকার নির্বাচিত হয়নি।

রাতের ভোটে সরকার নির্বাচিত হয়েছে। তাই এই সরকারের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে। যদি আমরা আন্দোলন করতে পারি, তাহলে এই সরকার গদি ছাড়তে বাধ্য হবে।

ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মাইমুম ইসলাম মিঠুনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল করীম আকরাম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান মুজাহিদ, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এম. হাছিবুল ইসলাম, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মৌলভী মুহাম্মদ ইয়াছিন আলী।

এর আগে দুপুরে সৈয়দপুর ও সদর উপজেলা সংগলশী ইউনিয়নে স্থানীয় ইসলামী আন্দোলনের পথসভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় সংগঠনটির স্থানীয ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

(ওকে/এসপি/অক্টোবর ২৪, ২০২২)