রাজন্য রুহানি, জামালপুর : জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে পৃথক কর্মসূচি পালন করেছে জেলা যুবদলের পাঁচটি গ্রুপ। ভিন্ন সময় ও ভিন্ন স্থানে পালিত হয় এসব কর্মসূচি।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জেলা যুবদলের ব্যানারে শহরের দয়াময়ী চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় দলীয় কার্যালয়ের সামনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। যুবসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন। সমাবেশ শেষে দলীয় কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেন নেতারা।

অপরদিকে দুপুর সাড়ে ১২টায় জেলা যুবদলের সাবেক সভাপতি ফিরোজ মিয়ার নেতৃত্বে শহরের মুসলিমাবাদ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে সমাবেশ করেন নেতৃবৃন্দ।

দুপুর ১টায় জেলা যুবদলনেতা আবু আশিক মল্লিক বাবুর নেতৃত্বে শহরের স্টেশন রোড থেকে বের হয় আরেকটি শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে দয়াময়ী মোড়ে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত সমাবেশ করেন।

দুপুর ২টায় জেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানা খানের নেতৃত্বে শহরে বর্ণাঢ্য আরেকটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কাচারীপাড়া থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে সিংহজানী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে যুব সমাবেশ করেন নেতৃবৃন্দ।

দুপুর আড়াইটায় জেলা যুবদল নেতা খায়রুল ইসলাম লিয়নের নেতৃত্বে শহরে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ।

(আরআর/এসপি/অক্টোবর ২৭, ২০২২)