রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে কোভিড-১৯ সচেতনতা বৃদ্ধি এলএমসি প্রকল্পের আওতায় কোভিড-১৯ পরীক্ষা, চিকিৎসা সেবা ও হটলাইন সেবা চালুর লক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এফপিএবির হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করে এফপিএবি জামালপুর জেলা কার্যালয়। 

এ সময় উপস্থিত ছিলেন এফপিএবির জেলা শাখার সভাপতি শহিদুল হক খান দুলাল, এফপিএবির জেলা কর্মকর্তা মো. আছাদুজ্জামান প্রমুখ। এছাড়া সমন্বয় সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, এফপিএবি জেলা কার্যালয়ে কোভিড-১৯ চিকিৎসাসেবা পেতে হটলাইন সেবা চালু করা হয়েছে। এই সেবা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে নিতে পারবেন। এছাড়া এখানে স্বল্প খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা সার্বক্ষনিক বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান এবং আধুনিক যন্ত্রপাতি ধারা পরীক্ষা-নিরিক্ষা করা হয় বলে জানান তারা।

(আরআর/এসপি/অক্টোবর ২৭, ২০২২)