রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে পুলিশ প্রশাসন। কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র, এই প্রতিপাদ্যে পালিত হয় দিবসটি।

শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে সেখান থেকে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। শহর প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরকার আব্দুল্লাহ আল মামুন ও জেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক জিএসএম মিজানুর রহমান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মো. আনোয়ার মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. জাহিদুর ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাকির হোসেন সুমন, জামালপুর পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ প্রমুখ।

(আরআর/এএস/অক্টোবর ২৯, ২০২২)