কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : "কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র" এ প্রতিবাদ নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কলাপাড়া থানা পুলিশের আয়োজনে সকার সাড়ে ১০টায় থানার সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম'র সভাপতিত্ব ও পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(কলাপাড়া সার্কেল) আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবীর প্রমুখ।

সভায় কলাপাড়ায় পুলিশের বিভিন্ন সফলতা তুলে ধরে আলোচিত একাধিক হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার এবং মাদক, সন্ত্রাস কমিয়ে আনায় পুলিশের প্রশংসা করে বক্তারা আরও বলেন গ্রামীন জনপদে সন্ত্রাস কমিয়ে আনতে পুলিশের কাছে দাবি করেন।

সভা শেষে প্রধান অতিথিসহ অতিথিরা কেক কেক কেটে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়।

(এমকেআর/এএস/অক্টোবর ২৯, ২০২২)