মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী : ফরিদপুরের মধুখালীতে উপজেলার আড়পাড়া ইউনিয়নের ভাতুড়ীয়া গ্রামের  সার্বজনীন পূজা কমিটি ও গ্রামবাসীর আয়োজনে শ্যামা পূজা ও রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শনিবার ভাতুড়ীয় সার্বজনীন দুর্গা মন্দির চত্বরে পূজা কমিটির সভাপতি গৌতম কুমার বিশ্বাসের সভাপতিত্বে ভোর থেকে রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন শুরু হয়ে ৩০ অক্টোবর রোববার ভোরে শেষ হয়। অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করেন ভারতের রাধা বল্লব সম্প্রদায় এর মিতা মন্ডল, বগুড়ার শ্রী রুপ মঞ্জুরি সম্প্রদায় এর ভ্রান্তী রানী সরকার ও নওগাঁ জেলার অনুপমা রায়ের দল।

এ সময় উপস্থিত ছিলেন পূজা কমিটির সাধারন সম্পাদক সমরেশ মালো, উপদেষ্টা মন্ডলীর সদস্য অনিল কুমার মালো, অরুন বিশ্বাস, অসিত কুমার সরকার, তপন কুমার বিশ্বাস প্রমুখ। ২৪ অক্টোবর শ্যামা পূজার মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। অষ্টকালীন লীলা কীর্তনে শতশত নারী-পুরুষ ধর্মীয় ভাবগম্ভীরযের মাধ্যমে কীর্তন শ্রবন করেন ও ঈশ্বরের আরাধোনায় বিলিয়ে দেন ভক্তবৃন্দ।

(এম/এসপি/অক্টোবর ৩০, ২০২২)