দিলীপ চন্দ, ফরিদপুর : কৃষক বাঁচাও দেশ বাঁচাও দিবস উপলক্ষে ফরিদপুর জেলা কৃষকলীগের উদ্যোগে আজ রবিবার এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলাম এর সভাপতিত্বে সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর শহরের লাভলু সড়কে শেখ রাসেল স্কয়ার থেকে প্রেসক্লাব পর্যন্ত এক র‌্যালি ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শামীম হক, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ,জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. প্রদীপ দাস লক্ষ্মণ ও সদর উপজেলা কৃষক লীগের সভাপতির শেখ আকতার হোসেনসহ অন্যান্য নেতা কর্মী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ কৃষক বাঁচাও বাঁচাও দেশ। বর্তমান বিশ্বের অর্থনীতি অস্থিতিশীল এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। বাংলাদেশও এর প্রভাব পরবে তাই দেশে কোন পতিত জমি যেন পরে না থাকে এবং আমাদের বেশি বেশি খাদ্যদ্রব্য উৎপাদন দিকে নজর দিতে হবে। বক্তারা বলেন. মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

(ডিসি/এসপি/অক্টোবর ৩০, ২০২২)