দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে সোশিও-ইকোনোমিক রিইন্টিগ্রেশন অব রিটার্নি মাইগ্রেন্ট ওয়ার্কার্স অব বাংলাদেশ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় ‘‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ’’ শীর্ষক জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার শহরের ডোমরাকান্দী ব্র্যাক লানিং সেন্টারে দিনব্যাপী কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, বিদেশ ফেরতসহ নানা শ্রেনী-পেশার লোকজন অংশগ্রহণ করেন।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী এর সভাপতিত্বে, কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ আসলাম মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।

এসময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ আখতারুজ্জামান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এ.এস.এম আলী আহসান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কর্মকর্তা আবু মোঃ রেজাউল করিম, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খান মোঃ নইম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা এ.কে. এম আসজাদ, প্রবাসী কল্যাণ ব্যাংক ব্যবস্থাপক মোহাম্মদ আবুল কালাম, ব্লাস্টের সমন্বয়ক এ্যাড শিপ্রা গোস্বামী, বিএফএফ সংস্থার নির্বাহী পরিচালক আ.ন.ম ফজলুল হাদী সাব্বির, এফডিএ এর নির্বাহী পরিচালক মোঃ আজহারুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে বিদেশে ফেরতদের মধ্যে বক্তব্য রাখেন সৌদি আরব প্রবাসী মনিরুল ইসলাম (বর্তমানে মোটর মেকানী) ও জর্ডান প্রবাসী আঁখি আক্তারী (বর্তমানে টেইলার)।

দিনব্যাপী কর্মশালায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ম্যানেজার নুসরাত জাহান নিশাত, কারিতাস বাংলাদেশ সংস্থার প্রতিনিধি জর্জ বৈরাগী, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোঃ আসাদুল্লাহ, ডিভিশনাল ম্যানেজার (প্রগতি) মোঃ কফিল উদ্দিন আহমেদ, ডিভিশনাল ম্যানেজার (দাবি) ইয়াসির আরাফাত, মাইগ্রেশন ফোরাম সভাপতি মোঃ হেলালউদ্দিন শেখ, তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক রবিউল হাসান রাজিব, সাংবাদিক নিরঞ্জন মিত্র (নিরু), ফোরাম সদস্য ও নারী উদ্যোক্তা শাহিদা বেগম সহ ব্র্যাকের কর্মকর্তাগণ, ফিল্ড অর্গানাইজার ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচীর বিস্তারিত পাওয়ার পয়েন্টের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জেলা সমন্বয়কারী খালিদ মোঃ সাইফুল্লাহ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেক্টর স্পেশালিষ্ট- সাইকো সোশ্যাল কাউন্সেলর বাসুদেব চন্দ্র রায়।

কর্মশালায় বক্তারা বলেন, ব্র্যাকের এই কর্মসূচীর আওতায় তাদের পরামর্শ এবং আর্থিকভাবে সাহায্য কিংবা ঋণ দিয়ে সহায়তা করে আসছে। জনপ্রতিনিধি কিংবা আর্থিক প্রতিষ্ঠান তাদের পাশে দাড়াতে পারে। বিদেশ প্রত্যাগতরা অনেকেই স্বাবলম্বী হওয়ার আশায় বিদেশে গিয়ে প্রতারিত হয়ে নিঃস্ব হয়ে ফিরে আসে। অনেকেই সহায় সম্বল হারিয়ে একেবারে অসহায় হয়ে সমাজ এবং পরিবারের কাছে লাঞ্চনার শিকার হন।

অনুষ্ঠান শেষে দুইজন বিদেশ ফেরতদেরকে উপকরণ নগদ অর্থ সহায়তার ৭৫ হাজার টাকা চেক প্রদান করেন অতিথিবৃন্দ।

(ডিসি/এসপি/অক্টোবর ৩০, ২০২২)