ষ্টাফ রিপোর্টার, সিলেট : মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশক্রমে ঐক্যবদ্ধ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। গত ২৮ অক্টোবর দুপক্ষের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু হয়। 

একাংশের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল লতিফ নতুন ও শেখ মনিরুজ্জামান লিটনের নেতৃত্বে কেন্দ্রীয়, ঢাকা মহানগর, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা কলেজ শাখা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ মিয়ামনসফ ও ইয়াছিন মোহাম্মদ নেতৃত্বাধীন নেতৃবৃন্দের সাথে ৯৩, মতিঝিলের কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ প্রক্রিয়ার কাজ শুরু করে।

এসময় একাংশের পরিচালক মহীউদ্দিন মানু, সভাপতি মিয়ামনসফ, সাধারণ সম্পাদক ইয়াছিন মোহাম্মদসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরেক অংশের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সভাপতি আবদুল লতিফ নতুন, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান লিটন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শিকদার মাহমুদুল আলম তারেক, রাজবাড়ীর সভাপতি আহসান হাবিব মনি, নোয়াখালীর সভাপতি সুজন মজুমদার, ঢাকা মহানগর উত্তর এরস ভাপতিন বেন্দু সাহা নব, ঢাকা মহানগর দক্ষিণ এর সাধারণ সম্পাদক শেখ নূর কুতুবুল আলম, ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক দীপরাজ মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ আজিজুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ ইমরান হোসেন, ঢাকা কলেজ শাখার সভাপতি মোঃ শরীফ প্রমুখ নেতৃবৃন্দ।

দুই অংশের নেতৃবৃন্দের যৌথ আলোচনায় দু’পক্ষের নেতৃবন্দ বলেন, ঐক্যবদ্ধ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা গঠনের কোন বিকল্প নাই। কেননা আমাদের অভিভাবক মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে ইহবে। দু’পক্ষের নেতৃবৃন্দ দৃঢ়তার সাথে বলেন, একটি মাত্র কেন্দ্রীয় কমিটি কর্তৃক বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সারা দেশের সাংগঠনিক কার্যক্রম চলবে।

(এন/এসপি/অক্টোবর ৩০, ২০২২)