দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে নিত্য প্রয়োজনীয় পন্যের মুল্য যৌক্তিক ও সহনিয় পর্যায়ে রাখার জন্য জেলা ভোক্তা-অধিকার সংরক্ষন আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  হয়েছে। 

ফরিদপুর জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের আয়োজনে আজ রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশেকুল হক এর সভাপতিত্বে, সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, চেম্বার অব কমার্স এর সভাপতি মোঃ নজরুল ইসলাম, শিক্ষাবিদ ও সাংবাদিক প্রফেসর মোঃ শাহজাহান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ সোহেল শেখ, সিভিল সার্জন অফিসের খাদ্য পরিদর্শক মোঃ বজলুর রশিদ খান, সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জামান, ভোক্তা অধিদপ্তর জেলা কমিটির সদস্য আসমা আক্তার মুক্তাসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সেমিনারে পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ সোহেল শেখ।

সেমিনারে ফরিদপুরে নিত্য প্রয়োজনীয় পন্যের মুল্য যৌক্তিক ও সহনিয় পর্যায়ে রাখার জন্য বিশেষ ভাবে আলোচনা করা হয়।

(ডিসি/এসপি/অক্টোবর ৩০, ২০২২)