মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরের একটি দোকানে প্রায় ৬ হাত লম্বা একটি কচু বিক্রির জন্য তোলা হয়েছে। কচুটি দেখতে ঘাট এলাকায় চলাচলকারী উৎসুক যাত্রীরা দোকানটিতে ভীড় করছে।

জানা যায়, শিবচরের কাওরাকান্দি ঘাটের ফল ও তরকারি বিক্রেতা চুন্নু শেখ রবিবার বিকেলে ৬ হাত লম্বা কচুটি ১ হাজার ৫০ টাকা দিয়ে কিনেন। কচুটি সন্ন্যাসীরচর ইউনিয়নের ভ্যানচালক মো. জলিলের কাছ থেকে কেনা হয়। গত ৫ বছর আগে কচুটি ভ্যানচালক জলিল বাড়ির উঠানে লাগিয়েছিল। কেনার পর দোকানদার চুন্নু কচুটির দাম হাকছেন ২ হাজার টাকা। এ পর্যন্ত দাম উঠেছে ১৬’শ টাকা। প্রতিদিন কচুটি দেখতে অনেক লোকজন দোকানে ভীড় করছে। অনেকে সখ করে কচুর ছবি তুলে নিয়ে যাচ্ছেন পরিবারের সদস্যদের দেখাতে।
দর্শনার্থী ইমরান বলেন, আমি জীবনে এত বড় কচু দেখিনি। তাই ছবি তুলে নিয়ে গেলাম। বাসায় দেখাবো।
দোকানী চুন্নু শেখ বলেন, আমি ৫ বছর ধরে দোকান করি। অনেক বড় কচুসহ অনেক ফল ফলাদি বিক্রি করেছি। কিন্তু এত বড় কচু কোনদিন বেচিনি। আমি ২ হাজার টাকা কচুটির দাম চেয়েছি। দাম উঠেছে ১৬’শ টাকা।

(এএসএ/জেএ/অক্টোবর ১৪, ২০১৪)