আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৪২ বোতল ফেনসিডিল ও ২.২৫ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া জেলার সদর উপজেলার সরদারপাড়া মহল্লার আবুল সরদারের ছেলে ইদ্রিস (৪০) ও নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মহেশপুর গ্রামের মৃত বকুল চন্দ্র বর্মনের ছেলে রমানাথ চন্দ্র বর্মন (৩৬)।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল কাদের জিলানী জানান, সোমবার রাতে মাদক বিরোধী অভিযান কালে সান্তাহার পৌর শহরের হবির মোড় নামক স্থানে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যাত্রীবাহি বাস তল্লাশি করা হয়। এসময় এস আর পরিবহনে নামে একটি বাসে তল্লাশী করে ৪২ বোতল ফেনসিডিলসহ ইদ্রিসকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে শাহ ফতেহ আলী নামে আরেকটি বাসে তল্লাশি করে ২.২৫ লিটার চোলাই মদসহ রমানাথ চন্দ্র বর্মনকে গ্রেপ্তার করা হয়েছে।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রীবেশে থাকা দুই মাদক কারবারিকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

(এস/এসপি/নভেম্বর ০১, ২০২২)