বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরা মহম্মদপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিহারী লাল শিকদার নবম নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মেলা উপলক্ষে মধুমতি নদীর দুই তীরে লাখো জনতার ঢল নেমেছিল। উপজেলার মধুমতি নদীর উপর দিয়ে বয়ে যাওয়া শেখ হাসিনা সেতু সংলগ্ন এলাংখালী ঘাট এলাকায় মেলা শুরুর আগে থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে স্টল, আকর্ষণীয় খেলনা সামগ্রী শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা সহ নানা ধরনের খাবারের দোকান পসরা বসে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড, শ্রী বীরেন শিকদার।

আজ শুক্রবার দুপুরে মধুমতি নদীর শান্তির প্রতীক কবুত ও বেলুন উড়িয়ে বিহারী লাল শিকদার নৌকা বাইচ প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন ড, আশরাফুল আলম জেলা প্রশাসক মাগুরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব, করেন উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মাগুর পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা পিপিএম বার, সৈয়দ শরিফুল ইসলাম জেলা আঃলীগের সহ সভাপতি, বাসুদেব কুমার কুন্ডু, অধ্যক্ষ জি এম শওকত বিপ্লব রেজা, জেলা পরিষদের সদস্য শেখ আব্দুল মান্নান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মন্নান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, মহম্মদপুর থানার পরিদর্শক অসিত কুমার রায়, মেলা কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মিজানুর রহমান মিলন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন, সহ বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তি বর্গ ও অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২৩টি নৌকা একবারের বাইচ প্রতিযোগিতায় অংগ্রহণ করে। বিশাল তিন কিলোমিটার অতিক্রম করেন নৌকা বাইচ এ অংশগ্রহণ করা মাঝি-মাল্লারা। ঝাঁজ বাঁশির তালে তালে ছন্দময় বৈঠা টানে প্রতিযোগিরা। বিহারীলাল শিকদার বার্ষিক নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু করেন। এ নৌকা বাইচ মেলায় মাগুরা- ফরিদপুর সহ আশপাশের গ্রামগুলোতে উৎসবমুখর আমেজ বিরাজ করছে। নৌকা বাইচ শুরুর এক সপ্তাহ আগে থেকেই বিভিন্ন বাড়িতে আত্মীয় স্বজনেরা ভরে গেছে। মেলাস্থল সেতু এলাকায় মধুমতি নদীর তীর পাড়ে বার্ষিক মেলায় স্থান পেয়েছে, শিশুদের বিনোদনের জন্য আকর্ষণীয় নাগরদোলা, স্বাগত গেট শুভেচ্ছা ব্যানার-ফেস্টুনে এবং সেতু এলাকায় মেলা মঞ্চ সাজানো হয়েছে। সব শেষে অতিথি বৃন্দ বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন।

(বিএসআর/এসপি/নভেম্বর ০৪, ২০২২)