নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার সকালে নওগাঁ শহরের উকিলপাড়া মহল্লার নিজ বাড়ির শয়নঘর থেকে সদর উপজেলার বলিহার কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক প্রভাষক মোজাম্মেল হক মন্টুর (৫৯) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মোজাম্মেল শহরের উকিলপাড়া মহল্লার মৃত মোবারক আলীর ছেলে। তিনি ৩ সন্তানের জনক।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাকিরুল ইসলাম জানান, সোমবার রাতে পরিবারের সঙ্গে খাবার খেয়ে একা তার নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে তার স্ত্রী মোজাম্মেলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন।

খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরও জানান, এটি হত্যা না আত্মহত্যা তা প্রাথমিকভাবে বলা সম্ভব নয়। তবে ময়না তদন্তের পর তা জানা যাবে বলে জানান ওসি।এব্যাপারে সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

(বিএম/এএস/অক্টোবর ১৪, ২০১৪)