রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা জেলা প্রশাসন ও সমবায় বিভাগ। 'বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন' এ প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি পালিত হয়।

শনিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় শহরের বকুলতলা সমবায় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি।

শোভাযাত্রা শেষে সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমবায় কর্মকর্তা মো. তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মো. আনোয়ার মাসুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান প্রমুখ।

এসময় জেলা সমবায় কার্যালয়ের উপসহকারী নিবন্ধক আতিকুর রহমান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, উদ্যােক্তা মাবিয়া আক্তার রিক্তা, সুইট্রেক স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান বাপ্পী ও উদ্যােক্তা সামিউল ইসলাম বক্তব্য রাখেন।

(আরআর/এএস/নভেম্বর ০৫, ২০২২)