নওগাঁ প্রতিনিধি : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, বাংলাদেশ এখন জাহাজ নির্মাণ করছে। আর এর মধ্য দিয়ে আমাদের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সমুদ্রকে আরও ভালোভাবে জানতে হবে। সমুদ্রের অভ্যন্তরে পর্যাপ্ত খনিজ সম্পদ রয়েছে সেগুলো আবিস্কারের উদ্যোগ নিতে হবে। তাহলে আমাদের আভ্যন্তরীন সম্পদের সমৃদ্ধি ঘটবে। এ ক্ষেত্রে মেরিন ইঞ্জিনিয়ারদের ভুমিকা গুরুত্বপুর্ন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ সরকারি কলেজ মিলনায়তনে শাহ মেরিন এন্ড বিসনেস ইনষ্টিটিউিটের মেরিন শিক্ষা ও ভবিষ্যত জীবন সম্পর্কে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমাণের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক নাজনীন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কফিল উদ্দীন, কলেজের সাবেক অধ্যক্ষ শরীফুল ইসলাম খান, শাহ মেরিন একাডেমীর এমডি ইঞ্জিনিয়ার শাহ মোমিনুল ইসলাম চৌধূরী, নওগাঁ বারের সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট খোদাদাদ থান পিটু, রাজশাহীর আঞ্চলিক নির্বাচন অফিসার সুভাষ চন্দ্র সরকার, ছাত্র গোলাম রব্বানী প্রমুখ বক্তব্য রাখেন। কর্মশালায় সহস্রাধিক ছাত্রছাত্রীরা অংশ গ্রহন করেন।

(বিএম/এএস/অক্টোবর ১৪, ২০১৪)