বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরা মহম্মদপুরে ৫১-তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে  নানা কর্মসূচি পালিত হয়েছ। আয়োজনে উপজেলা প্রশাসন সমবায় বিভাগ ও সমবায়ী বৃন্দ।

বঙ্গবন্ধুর আদর্শ সমবায়ের উন্নয়ন এ প্রতিপাদ্য নিয়ে আজ শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় দিবসের পতাকা উত্তোলন করা হয়। এবং উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য সমবায় র‍্যালি বের হয় র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজলা পরিষদের হল রুমে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা রামানন্দ পাল।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান, অধ্যক্ষ ও প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি জি এম শওকত বিপ্লব রেজা, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুস সোবাহান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বালিদিয়া ইউনিয়ন সমবায় সমিতির সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম ইমরুল, মোঃ ফরিদ আহমেদ ও বিপুল কুমার রায় প্রমূখ।

সবশেষে অতিথিবৃন্দ সুবিধাভোগী ২২ জনকে আবর্তক ঋণের এক লক্ষ টাকা করে ২২ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান।

(বিএসআর/এসপি/নভেম্বর ০৫, ২০২২)