রিপন মারমা, রাঙামাটি : রাঙামাটি লংগদুতে বালুভর্তি বোট ও স্পিডবোট এর মুখোমুখি সংঘর্ষে কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যাওয়ার ৩৬ ঘন্টা পর নিখোঁজ দু’জনের মধ্যে একজন কলেজ শিক্ষার্থী রিটনের লাশ জেলেদের জালের সাথে উঠে আসে।

রবিবার (০৬ নভেম্বর) গভীর রাত দুইটার সময়, কাপ্তাই লেকে জেলেদের জালে আটকে ভেসে আসে রিটনের নিথর মরদেহ। পরে আই আইনশৃঙ্খলা বাহিনী'কে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও লংগদু থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে আসে।

এ বিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন গনমাধ্যম'কে জানান, আমাদের পুলিশ ফায়ারসার্ভিসের সাথে উদ্ধার অভিযানে প্রথম দিন থেকে শুরু করে আমরা ছিলাম নিখোঁজ দুজনের মধ্যে একজনের লাশ উদ্ধার হয়েছে। আরেকজনও আশাকরি উদ্ধার হবে।

ওসি আরো জানান, গত ৪ নভেম্বর দুপুর ২ টার সময় দুর্ঘটনার পর থেকে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযানে রয়েছে। শনিবার দিবাগত রাত ২.০০ টার সময় জালের সাথে আটকে উঠে আসে নিখোঁজ দুজনের মধ্যে একজন। যার ঠিকানা রিটন চাকমা (২০) পিতা মুক্ত লাল চাকমা,গ্রাম ক্যাংড়াছড়ি।

(আরএম/এএস/নভেম্বর ০৬, ২০২২)