প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দা উপজেলার ছাগলদী গ্রামে ওঁম শ্রী শ্রী মা ব্রজেশ্বরী বাবা যোগানন্দ আশ্রমে তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলনে রাস পূর্ণিমা উপলক্ষে ভোর আরতি, গোষ্ঠলীলা কীর্তন, বাউল কীর্তন, তত্ত্বালোচনা, সন্ধ্যা আরতি তত্ত্ব কবি ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শুরু হয় ৬ নভেম্বর।

এ সময় উপস্থিত ছিলেন অত্র সংঘের সেবক শ্রী স্বপন কুমার নাগ। তিনি বলেন, আজকে যে ছাগলদী পুরাতন নাম ছিল সাগরদ্বীপ মায়ের হাত ধরে আমি এই মামার বাড়িতে আসতাম। আজ যিনি কিনা আমাদের পরম গুরু বিশ্ব বাসীকে এক শান্তির বাণী ছড়িয়েছেন "বিশ্ব মানব ধর্ম সেবা সংঘ" প্রতিষ্ঠিত করেছেন তিনি আমার অত্যন্ত পূজনীয় গুরু। যার আদর্শে আজ আপনারা দেখছেন হাজার হাজার মানুষ এখানে একত্রিত হয়েছে। তার নাম গুনাগুন আজ তিনদিন ধরে চলছে। আমি বলতে চাই দেহ মন ভালো রাখতে একমাত্র পথ গুরু সান্নিধ্য গুরুর বিকল্প কিছুই নেই। আজ রাস পূর্ণিমা উপলক্ষে প্রায় ২৫ টি জেলারও বেশি হিন্দু-মুসলিম এই আশ্রম একত্রিত হয়েছে। এক মহাসম্মেলন এবং এখানে যার যার মত আনন্দ উল্লাস করছে প্রসাদ নিচ্ছে একে অপরের একটা ভাতৃত্ববোধ।

'বিশ্ব মানব ধর্মের সেবা সংঘের' প্রতিষ্ঠাতা বৈষ্ণবাচার্য শ্রীমৎ স্বামী যোগানন্দ মহারাজ ও পরম করুণাময়ী মা ব্রজেশ্বরী সহ অলৌকিক এক অনির্ব্বচনীয় প্রেরণা রসে এক সাধন তত্ত্ব লাভ করেন। সংযম ও ব্রহ্মচর্যের মাধ্যমে প্রকৃত মানব তত্ত্বের পূর্ণবিকাশ হইতে পারে।

(পিবি/এসপি/নভেম্বর ০৮, ২০২২)