সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে প্রায় ২৫হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৩০কেজি জাটকা ইলিশ সহ ২জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার যমুনা নদীর সিমলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়নাল আবেদীন নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল দিয়ে মা মাছ ধরার অপরাধে ১৯৫০সালের মৎস্য সংরক্ষন সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী গ্রামের মৃত: আব্দুল জলিলের পুত্র মো. আলাল (৩২)কে এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং তার সহকারী একই গ্রামের মৃত: আব্দুল করিমের পুত্র জুয়েল (৩০) কে ৫হাজার টাকা জরিমাণা অনাদায়ে ১মাসের কারা দন্ডাদেশের রায় দেন।

এ ছাড়াও জেলা মৎস্য কর্মকতা হরেন্দ্র নাথ সরকার, মৎস্য জরিপ কর্মকর্তা মো. শরিফুল আলম সহ অন্যন্যদের উপস্থিতিতে যমুনা নদীর পুরান জেলখানা ঘাট এলাকায় উদ্ধার করা জাল পুড়িয়ে ফেলা হয় এবং মাছ গুলি স্থানীয় এতিমখানায় প্রদান করা হয়।

(এসএস/এএস/অক্টোবর ১৪, ২০১৪)