দিলীপ চন্দ, ফরিদপুর : আগামী ১২ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদপুর বিভাগীয় গণ সমাবেশকে সামনে রেখে এক সাংবাদিক সম্মেলন আজ বেলা একটায় ফরিদপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়।

বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর সভাপতি, এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডাক্তার জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ রিংকু।

সংবাদ সম্মেলনে বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে বলেন, এই সরকার নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে গেছে। সাধারণ জনগণের প্রতি তাদের কোন ভ্রুক্ষেপ নেই। সারাদেশে বিএনপির নেতা কর্মীদের হামলা মামলা করা হচ্ছে, এরী ফলশ্রুতিতে গতকাল নগরকান্দায় ৯ জন বিএনপি নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বক্তারা বলেন আগামী ১২ নভেম্বর ফরিদপুরে বিভাগীয় সমাবেশ হবে। এতে প্রায় লক্ষাধিক লোক যোগ দিবেন। কিন্তু তার পূর্বেই পরিবহন ধর্মঘট করে সাধারণ মানুষকে সমাবেশ স্থলে যেতে ‌ বাধা প্রদান করা হচ্ছে।

তিনি বলেন, আমরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ। বক্তারা অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে জাতীয় নির্বাচনের জন্য সরকারের নিকট দাবি জানান। একই সাথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে নিজেদের জনমত জরিপের আহ্বান জানান।

বক্তারা বলেন, সারা দেশের মানুষ এই সরকারের একের পর বিতর্কিত সিদ্ধান্তের কারণে জিম্মি হয়ে পড়েছে। জিনিসপত্র দাম বাড়ছে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, গ্যাসের দাম বাড়ছে বিদ্যুতের দাম বাড়ছে , সেদিকে তাদের খেয়াল নেই তারা নিজেদের আখের গোছাতে শান্ত।

বক্তারা বলেন, যে কোন মূল্যে হোক ফরিদপুরের এম এ আজিজ ইনস্টিটিউশন মাঠে গণসমাবেশ হবে। এবং গণসমাবেশ থেকে বর্তমান সরকারের বিরুদ্ধে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। বক্তারা উক্ত জনসমাবেশে সবাইকে অংশগ্রহণ করার জন্য এবং সমাবেশ সফল করার জন্য আহ্বান করেন।

অনুষ্ঠানের বিএনপির কেন্দ্রীয়, মহানগর জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ডিসি/এসপি/নভেম্বর ০৯, ২০২২)