বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরা মহম্মদপুর উপজেলা এলজিইডি অফিসের উদ্যোগে এর অধীনস্থ (এলসিএস) মহিলাদের উন্নয়নমূলক কাজের সরঞ্জাম হস্তান্তর করা হয়। 

মহম্মদপুর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাদ্দাম হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল বৃহস্পতিবার সকালে অফিসের সামনে বিভিন্ন উন্নয়নমূলক কাজের সরঞ্জাম হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন অএ দপ্তরের বিভিন্ন কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, (এলসি এস) মহিলারা।

জানা গেছে, সাধারণত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনস্থযে সকল রাস্তাঘাট নির্মাণাধীন রয়েছে সে সকল রাস্তাঘাট বিভিন্ন সময় বৃষ্টি এবং ঝড়ের কারণে রাস্তার স্লোপের মাটি রেইন কাট হয় এবং বিভিন্ন সময় ওভারলোডকৃত গাড়ি যাতায়াতের কারণে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়, সে সকল রাস্তা এই এলসিএস মহিলা কর্মীরা মাটি দিয়ে রাস্তাগুলো ঠিক করে, যাতে রাস্তাটি দীর্ঘদিন ভালো থাকে। এছাড়াও এই এলসিএস মহিলারা যে সকল রাস্তার স্লোপে বন জঙ্গল হয়ে থাকে সে সকল বন জঙ্গল পরিষ্কার করে রাস্তার সৌন্দর্য বর্ধন করে। এলজিইডি স্থানীয় পর্যায়ে অবকাঠামোগত সুবিধা সৃষ্টির মাধ্যমে দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে তিনটি সেক্টরে কাজ করে থাকে; এগুলো হচ্ছে-পল্লি উন্নয়ন, ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন ও নগর উন্নয়ন। একইসঙ্গে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে কারিগরি সহায়তা প্রদান করা হয়। এলজিইডির সব ধরনের উন্নয়ন মূলক কাজকে সকল শ্রেণী-পেশার মানুষ সাধুবাদ জানিয়েছেন।

(বিএসআর/এসপি/নভেম্বর ১১, ২০২২)