রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর সদর উপজেলার দিগপাইত উপ-শহরে উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে দুবাই হসপিটাল বিডি নামে এক বেসরকারি প্রতিষ্ঠান। এখানে বিশেষজ্ঞ ডাক্তার, সর্বাধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জামের মাধ্যমে রোগীদের শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালন কমিটি। ফিতা কেটে হাসপাতালটির উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহ্।

শুক্রবার (১১ নভেম্বর) সকালে দিগপাইত উপ-শহরের প্রাণকেন্দ্রে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল হামিদের সভাপতিত্বে ও সরিষাবাড়ি সরকারি পাইট গার্লস স্কুল এন্ড কলেজের (অব.) প্রিন্সিপাল সৈয়দ আব্দুর রউফের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের (অব.) অতিরিক্ত সচিব মো. ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, দিগপাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান এমএ প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন দুবাই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক।

এ হাসপাতালটি ১৫ জন যুবকের এক সম্মিলিত প্রচেষ্টা। তারা অনুষ্ঠানে তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণে অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে হাসপাতালের সহকারী ব্যবস্থানা পরিচালক হলেন মো. আশরাফ হোসেন ফারুকসহ পরিচালক পরিচালক মো. খলিলুর রহমান, ফারহানা বিনতে ফারুক, মো. গোলাম মোস্তফা, মো. জসিম উদ্দিন, মো. হারুন অর রশিদ, মো. মজনু মিয়া, মো. রফিকুল ইসলাম, মো. মনিরুজ্জামান, মো. জয়েন উদ্দিন, মো. জামাল উদ্দিন, মো. হায়দার আলী, মো. শফিকুল ইসলাম, মো. আজিজুল হক।

(আরআর/এসপি/নভেম্বর ১১, ২০২২)