রাজন্য রুহানি, জামালপুর : বাংলদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, একমাত্র আওয়ামী লীগ ছাড়া সবাই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছিল। কোনো হত্যা-গুমের মাধ্যমে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসেন নি। জনগণের রায় নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসীন হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে জামালপুর শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ক্ষমতার লোভে জিয়াউর রহমান পাকিস্তানের সাথে সখ্য গড়ে তুলেছিলেন। পাকিস্তানের কাছে আমাদের যে পাওনা ও হিসাব-নিকাশ ছিলো ক্ষমতার লোভে তা জিয়াউর রহমান ভুলে গিয়েছিলেন। বঙ্গবন্ধু জনতার রায় নিয়ে এদেশ স্বাধীন করেছিলেন এবং এদেশকে পরিচালিত করে স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করে গেছেন। আজ তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করেছেন। জেল, জুলুম, নির্যাতন ভোগ করেছেন। বিদেশে নির্বাসনেও ছিলেন। কিন্তু কোনোদিন বাঁকা পথে ক্ষমতায় আসেন নি। একমাত্র জণগনের রায় নিয়েই তিনি বাংলাদেশে ক্ষমতায় আসীন হয়েছেন এবং দেশের সংবিধানে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থানের যে গ্যারান্টি দেওয়া আছে, তিনি এর সব কিছুই বাস্তবায়ন করেছেন।

জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খানের সভাপতিত্বে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, মির্জা আজম এমপি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আশরাফ হোসেন তরফদার ও পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।

সম্মেলনে সদর উপজেলা আওয়ামী লীগের ১৫টি ইউনিয়নের নেতাকর্মীসহ জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।

(আরআর/এসপি/নভেম্বর ১২, ২০২২)