আগৈলঝাড়া প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষক ও প্রবীন সূধিজনের সাথে মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত।

গণসংযোগের অব্যাহত ধারায় রবিবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী), আওয়ামীলীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোডের্র সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বাগধা ইউনিয়নের প্রত্যন্ত এলাকার আসস্কর মাধ্যমিক বিদ্যালয়ে গেলে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সূধি সমাজের নেতৃবৃন্দসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হয়েছেন।

এসময় মন্ত্রী বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও স্থানীয় সূধি সমাজের প্রবীন নেতৃবৃন্দর সাথে মত বিনিময় সভা করেন। মতবিনিময় সভায় স্থানীয় জনগনের বিভিন্ন সমস্যা শুনে তা সমাধান করে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা করে তা বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহন করেন।

মতবিনিময়সভা ও গণসংযোগের মন্ত্রীর সাথে ছিলেন মন্ত্রী পুত্র বরিশাল জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল বাশার হাওলাদার বাদশা, ফরহাদ তালুকদার, ইউনুস আলী মিয়া, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বজলুর রহমান হাওলাদারসহ প্রমুখ নেতৃবৃন্দ।

পরে মন্ত্রী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে দলীয় নেতা কর্মীদের সাথে করণীয় বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।

(টিবি/এসপি/নভেম্বর ১৩, ২০২২)