বিশ্বজিৎ সিংহ রায, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরের পলাশবাড়ীয়া ইউনিয়নে জোকা গ্রামের কৃষক মোঃ আশরাফুল মোল্লার বাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘরসহ মূল্যবান মালামাল ভস্মীভূত হয়েছে।

ক্ষতিগ্রস্ত আশরাফুল মোল্লার স্ত্রী সেলিনা বেগম ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। বসত ঘরের মধ্যে থাকা ব্রাক এনজিও থেকে তোলা ব্যবসায়ী লোন এর নগদ দেড় লক্ষ টাকা, ফ্রিজ, টেলিভিশন, সেলাই মেশিন, ১২ মন পাট, সিট কাপড় সহ মূল্যবান কাগজপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ছয় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।

এ সংবাদ জানতে পেরে রবিবার বিকালে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যেয়ে দাঁড়ান সৈয়দ সিকান্দার আলী বিশিষ্ট সমাজসেবক পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন এবং ব্যক্তিগত ভাবে নগদ দশহাজার টাকা, শাড়ি লুঙ্গি ও আর্থিক সহায়তা প্রদান করে মানবতার পরিচয় দিলেন। এবং সমাজের বিত্তবানদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান।

(বিএস/এসপি/নভেম্বর ১৩, ২০২২)