হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির।

জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ডা. মুশফিক হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক, জেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব হুসেন চৌধুরী প্রমুখ। সভায় ২০ জন দৃষ্টিপ্রতিবন্ধীকে সাদা ছড়ি প্রদান করা হয়।

(পিডিএস/এএস/অক্টোবর ১৫, ২০১৪)