রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে উদ্বোধন ও সচেতনতামূলক নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনদিনের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে। দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি প্রতিপাদ্যে শুরু হয়েছে এ সেবাসপ্তাহ।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় প্রাঙ্গণে অগ্নিনির্বাপণ ও নানা দুর্যোগে দায়িত্ব পালন করা সংস্থাটির সেবাসপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। এতে স্বাগত বক্তব্য দেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদ সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, প্যানেল মেয়র মো. ফজলুল হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা মুস্তারী ইভা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমএম মিজানুর রহমান, পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রাজিব সিংহ প্রমুখ।

আলোচনা সভা শেষে স্টল পরিদর্শন, জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ ও মহড়া কার্যক্রম অনুষ্ঠিত হয়।

(আরআর/এএস/নভেম্বর ১৫, ২০২২)