নওগাঁ প্রতিনিধি : বুধবার দিনগত রাতে নওগাঁ সদর উপজেলার পাটালিরমোড় থেকে মুক্তিপণের ৫০ হাজার টাকা উদ্ধারসহ অপহরণকারী চক্রের মূলহোতা মোঃ দুলাল হোসেন(৩৮), স্থায়ী সাং- হাটনওগাঁ ফকিরপাড়া, বর্তমান সাং-আর্জি নওগাঁ পাটালিমোড়, মোঃ ইমরান হোসেন ওরফে হিরা(৩৬), সাং-আর্জি নওগাঁ পাটালিমোড়,  মোঃ হুজুর আলী (৪০), সাং-কাঠখৈর, সর্ব থানা-নওগাঁ সদর এবং মোঃ মেহেদী হাসান ওরফে রনি (২০), স্থায়ী সাং-বাঘের আওয়াত, থানা-মহাদেবপুর, বর্তমান সাং-হাট নওগাঁদের গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ  মোস্তফা জামান, আর্টিলারি ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ৪ অপহরণকারী দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে অপহরণ করে অপহরণকারী মোঃ দুলাল হোসেনের (৩৮) ভাড়া বাসায় আটকে রেখে বিভিন্ন মেয়ে মানুষের সঙ্গে উলঙ্গ ছবি তুলে মুক্তিপণ দাবি ও আদায় করতো। এই সিন্ডিকেটের সদস্য সংখ্যা ৮-১০ জন যার নেতৃত্বে রয়েছে মূলহোতা দুলাল হোসেন। বুধবার বেলা ১১ টার দিকে ভিকটিম মোঃ আব্দুস সামাদকে জমির কাগজ দেখানোর নাম করে মোঃ দুলাল হোসেন (৩৮) ও হুজুর আলী ওরফে ভুনা (৫০) উভয়েই মিলে অপহরণকারী দুলালের বাসায় নিয়ে আসে। এরপর ভিকটিমকে এক নারীর সঙ্গে উলঙ্গ ছবি তুলে ও ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া এবং ভিকটিমের আত্মীয়স্বজনের কাছে বিলিয়ে দেয়ার নাম করে তার কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর মুক্তিপণ হিসেবে ভিকটিম তার পরিবারের কাছে ফোন দিয়ে ৭৫ হাজার টাকা নিয়ে অপহরণকারীদের প্রদান করে।

পরবর্তীতে অপহরণকারীরা আরোও ৭৫ হাজার টাকা দাবি করে এবং টাকা না দিলে তাকে মুক্তি প্রদান করবে না মর্মে অপহরণকারী দুলালের বাসায় আটকে রাখে। গোপন সোর্সের মাধ্যমে উক্ত ঘটনার তথ্য প্রাপ্তি স্বাপেক্ষে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশন দল ১ জন ভিকটিম উদ্ধারপূর্বক মূলহোতাসহ ৪ জন অপহরণকারীকে গ্রেফতার করে। সেইসঙ্গে অপহরণকারীদের কাছ থেকে ভিকটিমের প্রদানকৃত ৫০হাজার টাকা উদ্ধার করে। এ বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ধৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ ফায়সাল বিন আহসান নিশ্চিত করেছেন।

(বিএস/এসপি/নভেম্বর ১৭, ২০২২)