হবিগঞ্জ প্রতিনিধি : পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে হবিগঞ্জে গুঙ্গিয়াজুরী হাওড় সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্প গ্রহণ করা হবে। যেহেতু পক্ষে-বিপক্ষে মতামত রয়েছে তাই সবদিক বিবেচনা করেই প্রকল্পটি গ্রহণ করা হবে। তিনি বুধবার দুপুরে হবিগঞ্জের গুঙ্গিয়াজুরী হাওড় পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ২৮৩ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির প্রস্তাবনা তৈরি করে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ২০ হাজার একর এক ফসলি জমিতে নিশ্চিত ৩টি ফসল উৎপাদন হবে। বছরে প্রায় ৫১ হাজার ২৮০ মেট্রিক টন ধান উৎপাদন বৃদ্ধি পাবে। ১০ থেকে ১৫ হাজার শ্রমিকের স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি মাছ, হাঁস-মুরগীর খামারসহ অন্যান্য অর্থকরী ফসল উৎপাদন সম্ভব হবে।

বর্তমানে যে বোরো ফসল ফলানো হয় প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকরা তা যথাযথভাবে ঘরে তুলতে পারে না। এ প্রকল্প বাস্তবায়িত হলে বন্যা নিয়ন্ত্রণ ও নিস্কাশন ব্যবস্থার উন্নয়ন হবে। এতে জেলার সদর, বাহুবল, নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলার কয়েক হাজার মানুষ উপকার ভোগ করবেন। ইতোমধ্যে ১ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্পের সমীক্ষা সম্পন্ন হয়েছে।

এসময় তার সাথে ছিলেন এমপি এম এ মুনিম বাবু, সংরক্ষিত মহিলা এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সহিদুর রহমান, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সায়েদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুর রউফ প্রমূখ।

পরে মন্ত্রী হবিগঞ্জ সার্কিট হাউজে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, হাওর উন্নয়ন বোর্ড, গুঙ্গিয়াজুড়ি হাওর উন্নয়ন বাস্তবায়ন কমিটি এবং স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

(পিডিএস/এএস/অক্টোবর ১৫, ২০১৪)