নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় একদিনের স্থানীয় গাইড ক্যাম্প ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টা থেকে  প্যারিমোহন বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়। 

বাংলাদেশ গার্লস গাইড এ্যাসোসিয়েশন নওগাঁ জেলা আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় কমিশনার ও প্যারীমোহন (পিএম) বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আরজুমান্দ বানু। নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো: লুৎফর রহমান, নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন, রাজশাহী'র আঞ্চলিক কমিশনার সিরাজুম মনিরা এবং জাতীয় কমিশনার চাঁদ সুলতানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গার্ল -গাইড এ্যাসোসিয়েশনের নওগাঁ জেলা কমিশনার নিলীমা আখতার জাহান।

এই ক্যাম্পে নওগাঁ জেলার মাধ্যমিক পর্যায়ের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৯০ জন গাইড সদস্যসহ প্রধান শিক্ষক ও গাইড শিক্ষকরা অংশ গ্রহণ করেন। পরে অনুষ্ঠিত হয় তাঁবু জলসা। এ পর্বে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

(বিএস/এসপি/নভেম্বর ১৮, ২০২২)