লক্ষ্মীপুর প্রতিনিধি : গত ৫ অক্টোবর হতে টানা ১১ দিন নিষেজ্ঞা থাকার পর আজ বৃহস্পতিবার হবে পদ্মা ও মেঘনা নদীতে জেলেরা মাছ ধরা শুরু করবেন জেলারা। ভরা প্রজজন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের জন্য সরকার পদ্মা ও মেঘনা নদীসহ সাগর মোহনা এই ১১ দিন সব ধরনের মাছ ধরার উপর নিষেজ্ঞা আরোপ করে। এসময় সকারী কোন বরাদ্দ না থাকায় জেলেরা বেকার হয়ে পড়ে।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মোশারফ হোসেন জানান, নিষিদ্ধ কালীন সময় নদীতে মাছ ধরা ও পরিবহন, বাজারে বিক্রয় করার অপরাধে লক্ষ্মীপুর জেলায় ৩৬ জনকে এক হতে দুই বছর পর্যন্ত কারাদন্ড, ৭৯ জনকে জরিমানা ও ৮টি মাছ ধরার নৌকা আটক করা হয়। দন্ড প্রাপ্তদের অধিকাংশই জেলে। এছাড়াও ৮ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে নদীর পাড়ে পুড়ানো হয়।

(এইচবি/এএস/অক্টোবর ১৫, ২০১৪)