বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে তিন শহীদের ৫১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সূত্র জানায়, শহীদ বীর মুক্তিযোদ্ধা আহম্মদ, শহীদ মহম্মদ দুই সহোদর ও শহীদ মহম্মদ উল্যাহ বীর বিক্রম এর ৫১তম শাহাদাত বার্ষিকী  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিল এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে এক মিনিট নীরবতা পালন, শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভা দোয়া মাহফিল করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হাই মিয়ার সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এস এম আব্দুর রহমান জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার, সহকারি কমান্ডার ওয়ালিদুজ্জামান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ ওসি) অসিত কুমার রায়।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কোরবান আলী, বীর মুক্তিযোদ্ধার রাজ্জাক মন্ডল, তোজাম্মেল হোসেন, তিলাম হোসেন, শহীদ পরিবারের সন্তান মোঃ মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা আহবায়ক মোঃ বাকি বিল্লাহ প্রমূখ।

সবশেষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/নভেম্বর ১৯, ২০২২)