নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে কৃষকের খড় বোঝায় ট্রাকে আগুন লাগে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৪০ হাজার টাকা খড় পুড়ে যায়।

জানা গেছে, উপজেলার ধামইরহাট ইউনিয়নের হরিতকিডাঙ্গা গ্রামের কৃষক মো.আব্দুল মতিন (৫০) তার বোরো ধানের খড় বিক্রি করে জনৈক খড় ব্যাপারীর নিকট। শনিবার দুপুরে খড় ব্যাপারী একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ড,১১-৪৭৪১) খড় বোঝাই করে পাবনার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটি গ্রাম থেকে বের হয়ে যাওয়ার সময় প্রতিবেশির বিদ্যুৎ লাইনের তার ছিড়ে ট্রাকের খড়ের ওপর পড়ে। পরবর্তীতে আগুনে লেগে যায়। খবর পেয়ে পত্নীতলা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।

পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো.রায়হান ইসলাম জানান,খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। এতে কৃষক আব্দুল মতিনের প্রায় ৪০ হাজার টাকা এবং ট্রাকের সামান্য ক্ষতি হয়েছে।

(বিএস/এসপি/নভেম্বর ১৯, ২০২২)