নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ১ হাজার ৮০৩ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ বহনকারী ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। সহকারী পুলিশ সুপার (হেড কোয়াটার) মহসীন আলী জানান, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ট্রাক যোগে ফেন্সিডিলের একটি বড় চালান ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে।

খবর পেয়ে তাঁর নেতৃত্বে ট্রাফিক পুলিশের টিএসআই হায়দার, ডিবি পুলিশের এসআই আরিফ ও এএসআই মিজানসহ সঙ্গীর ফোর্স নিয়ে নওগাঁ শহরের বাইপাস সড়কের জলিল চত্বরে ওৎ পেতে থাকেন। উল্লেখিত ট্রাক সন্দেহ হলে থামানোর সিগন্যাল দিলে ট্রাকটি দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। এসময় ট্রাকটির পিছনে ধাওয়া করে পুলিশ। প্রায় ৪ কিলোমিটার দূরে গিয়ে বেডো হাসপাতালের সামনে ট্রাকটি চালক ও হেলপারসহ আটক করতে সক্ষম হয়।

ট্রাকে তল্লাশী চালিয়ে বস্তা ভর্তি ১ হাজার ৮০৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, পাবনা জেলার বেড়া উপজেলার চাকলা গ্রামের শাহজাহানের পুত্র রবিউল ইসলাম ওরফে বাবু (চালক) (২৩) ও সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বড় বাচড়া গ্রামের শাহাজান আলীর পুত্র সেলিম হোসেন ওরফে রুবেল (হেলপার) (২০)। আটক চালক ও হেলপার দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিল বলে পুলিশের নিকট স্বীকার করেছে। এ ব্যাপারে ট্রাফিকের টিএসআই হায়দার আলী বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

(বিএম/এএস/অক্টোবর ১৫, ২০১৪)