নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় ১শ’ গ্রাম হেরোইনসহ আব্দুর রহমান (৩৫) নামে একব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার সকাল ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের জলছত্র মোড় নামকস্থান থেকে তাকে আটক করা হয়। এসময় মাদক ব্যবসায়ির ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

নওগাঁ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক শহিদুল ইসলাম শহীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে কয়েকজন ফোর্সসহ তিনি জলছত্রমোড়ে অবস্থান নেন। এসময় নওগাঁ থেকে ফেরিঘাট যাবার পথে আব্দুর রহমানকে মোটরসাইকেলসহ আটক ও ১শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটক আব্দুর রহমান নওগাঁর নিয়ামতপুর উপজেলার গন্ধশাইল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

(বিএম/এএস/অক্টোবর ১৫, ২০১৪)