রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে বজ্র নিরোধক তালগাছের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচিতে সদর উপজেলার ১৫ ইউনিয়নের ১৫ হাজার তালবীজ রোপণ করা হবে।

রবিবার (২০ নভেম্বর) দুপুরে সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের খুপিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে তালগাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন সিআইপি।

কর্মসূচি উদ্বোধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, দিগপাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান এমএ, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার বাবুল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, খুপী বাড়ী এম এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী মন্ডল, খুপী বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্জুরুল ইসলাম প্রমুখ।

বক্তারা জানান, প্রাকৃতিকভাবে বজ্রপাত থেকে রক্ষা পেতে তালগাছ অনেক বেশি কার্যকরী ভূমিকা রাখে। গ্রামে-গঞ্জে সড়কের দুই পাশে এই তালবীজ রোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। পর্যায়ক্রমে সদর উপজেলার ১৫টি
ইউনিয়নের ১৫ হাজার তালগাছের চারা রোপণ করা হবে।

(আরআর/এসপি/নভেম্বর ২০, ২০২২)