ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন ৮জনকে দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত থাকার অভিযোগ ১৫৩ ধারায় ১মাস করে কারাদণ্ড দিয়েছেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন ভাঙ্গার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামের মো. শওকত মোল্লা (৪৩), আ. হাই মাতুব্বর (৫০), শাহ আলী মাতুব্বর (৫৩), আবুল কালাম মাতুব্বর (৪০), কিবরিয়া মাতুব্বর (২২), কাওছার মাতুব্বর (৪৫), হিটু মাতুব্বর (৩৮) ও রুহুল আমীন (৩০)।

এলাকাবাসী ও ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামের কাওছার মাতুব্বরের সঙ্গে প্রতিবেশি শাহেব আলী খানের জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে একই সময়ে কাওছার মাতুব্বরের বসতঘর ও প্রতিপক্ষ শাহেব আলী খার বসতঘর আগুনে পুড়ে যায়। এ ব্যাপারে একে অপরকে ঘরে আগুন দেওয়ার অভিযোগ করে। এর পর দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত থাকা ৮ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, এ ব্যাপারে ভাঙ্গা থানায় দুটি মামলা হয়েছে।

(এনএ/এএস/অক্টোবর ১৫, ২০১৪)