প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার গজারিয়া বিশ্বরোডের একটি সাইনবোর্ড দুটি জায়গার নাম ভুল লেখা হয়েছে। সাইনবোর্ডে লেখা পোড়াপাড়া এর পরিবর্তে হবে পুরাপাড়া এবং চাঁদের হাট এর পরিবর্তে হবে চাঁদহাট।

মাদারীপুর সড়ক বিভাগের বিভিন্ন সাইনবোর্ডে ভুল বানানে মানুষ বিক্ষুব্ধ হয়ে পড়ছে। সম্প্রতি ফরিদপুর নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের গজারিয়া বিশ্বরোড নামক স্থানে মাদারীপুর সড়ক বিভাগ থেকে প্রদত্ত এলাকা পরিচিতি সাইনবোর্ডে ভুল বানানে 'পুরাপাড়া' ইউনিয়নের নাম উল্লেখ করা হয়েছে। অসাবধানতার ফলে "পোড়াপাড়া" বানান সাইনবোর্ডে লেখা হয়েছে যার শুদ্ধ বানান হচ্ছে 'পুরাপাড়া'। অপরদিকে চাঁদ হাট বাজারের নাম উল্লেখ করা হয়েছে। অসাবধানতার ফলে"চাঁদের হাট"বানান সাইনবোর্ডে লেখা হয়েছে যার শুদ্ধ বানান হচ্ছে "চাঁদ হাট" পুরাপাড়া এই ঐতিহাসিক ইউনিয়নের নাম বানান ভুল বিষয়টি নিয়ে স্থানীয় সুশীল সমাজে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। শিক্ষার্থী' সহ সাধারণ জনগণ ভুল বানান দেখে ভুল শিখবে বলে শঙ্কা শিক্ষকদের। নামের ভুল বানানের প্রতিক্রিয়ায়

চাঁদ হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা খোন্দকার উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, একটি নাম বানান ভুল করলে এলাকার নাম বিকৃত হয়ে যায়। বাহির থেকে আগত জনসাধারণ এলাকার নাম ভুল জানবে। আমি মাদারীপুর সড়ক ও জনপথ অধিদপ্তর এর দৃষ্টি আকর্ষণ করছি যেনো অতিদ্রুত ভুল বানান সংশোধন করা হয়।

পুরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বাবু ফকির জানায়, আমাদের ইউনিয়নের নামের ভুল বানান সংশোধন এর জন্য জোরদাবি জানাচ্ছি। এমন ভুল মোটেও কাম্য নয়।

নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, আমি পুরাপাড়া ও চাঁদ হাট নামের বানান ভুলের বিষয়টি জেনেছি। যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে।

এ বিষয়ে মাদারীপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী চিন্ময় সরকার উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, আমার হোয়াটসঅ্যাপে এ বিষয়টি নজরে আসার পর অফিসের কর্মকর্তাদের অবহিত করেছি দ্রুত সমাধান করা হবে।

(পিবি/এসপি/নভেম্বর ২১, ২০২২)