বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করা হয়। এবং অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন । 

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুস সোবাহানের স্বাগত বক্তব্যের মধ্যে শুরু হওয়া অনুষ্ঠানে মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক সুফি মোঃ রফিকুজ্জামান এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, জেলা পরিষদ সদস্য নাজনীন রব্বানী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন সহ আরো উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোকসেদুল মোমিন মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই মিয়া।

এসময় উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে সার ও ফসলের বীজ বিতরণ করা হয়। ২০টি স্টলের মাধ্যমে মেলায় কৃষকদের উৎপাদিত পন্য সামগ্রী প্রদর্শন করা হচ্ছে। অতিথিবৃন্দ এসময় উপজেলার ২৫ জন কৃষকের মাঝে ২৫ টি পাওয়ার সিডার প্রদান করা হয়।

(বিএস/এসপি/নভেম্বর ২২, ২০২২)