ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে নারী শির্ক্ষাথীদের স্বাস্থ্য বিষয়ক কর্মশালা উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম। 

প্রধান শিক্ষক লক্ষী রানী পোদ্দারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডাঃ সাদিয়া সুলতানা মল্লিকা, এসএমসির সেলস ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, জ্যেষ্ঠ সাংবাদিক রাজিব হাসান।

স্বাস্থ্য বিষয়ক এ কর্মশালার আয়োজন করেন এসএমসি এন্টার প্রাইজ লিমিটেড। এ সময় প্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বয়:সন্ধিকালে ১১ বছর বয়স থেকে কিশোরীদের মাসিক চক্র হলে করণীয় কি এবং কিভাবে স্যানেটারি ন্যাপকিন ব্যবহার করতে হবে সে বিষয়ে শিক্ষার্থীদের মাঝে দিক নির্দেশনা দেন অতিথিরা । এ সময় তাদেরকে লজ্জা ত্যাগ করে স্বাস্থ্য সচেতন হওয়া ও পরিস্কার পরিচ্ছন্ন থাকার বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

কর্মশালা শেষে উপস্থিত তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে এমএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন বিনামূল্যে বিতরণ করা হয়।

(একে/এসপি/নভেম্বর ২২, ২০২২)